১২ বৈশাখ, ১৪৩২ - ২৫ এপ্রিল, ২০২৫ - 25 April, 2025

বিদ্যালয় থেকে ফেরার পথে প্রতিবন্ধী শিক্ষার্থী ধর্ষণের শিকার

আমাদের প্রতিদিন
1 month ago
214


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুরে স্কুল থেকে ফেরার পথে ষষ্ঠ শ্রেণীর এক প্রতিবন্ধী শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা বড় হযরতপুর ইউনিয়নের চিথলী পশ্চিমপাড়া গ্রামে। ১৮ মার্চ সকাল সাড়ে ১০ টা সময় এ ঘটনাটি ঘটেছে। পুলিশ বিকাল ৩ টায় এসে সরেজমিনে তদন্ত করে ধর্ষণের শিকার ওই মেয়েকে থানায় নিয়ে যায়। অভিযুক্ত ধর্ষক আলম মিয়া (৪০) ওই গ্রামের আবু হোসেনের ছেলে। সে এখন পলাতক রয়েছে। এ ঘটনায় মেয়েটির মা লক্ষিরাণী বাদি হয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, ওই প্রতিবন্ধী শিক্ষার্থী একটি বে-সরকারী বিদ্যালয় ষষ্ঠ শ্রেণিতে পড়ে। প্রতিদিনের মতো মেয়েটি বিদ্যালয় থেকে ফেরার পথে ওই গ্রামের আলম মিয়া নামে একজন তার পথরোধ করে। এরপর সে মেয়েটিকে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে স্থানীয়রা বলছেন।

ওই শিক্ষার্থী বাড়ি ফিরে এসে অসুস্থ্য হয়ে পড়েন। পরিবারের লোকজন ঘটনাটি জানার পর মেয়েটিকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ও থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে এসে সরেজমিনে তদন্ত করে ধর্ষণের শিকার মেয়েটিকে ভিকটিম পাঠিয়েছেন। এ ঘটনায় মেয়েটির মা লক্ষিরাণী বাদি হয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ধর্ষক আলম মিয়া পলাতক রয়েছে।

মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth