১২ বৈশাখ, ১৪৩২ - ২৫ এপ্রিল, ২০২৫ - 25 April, 2025

কুখ্যাত মাদক সম্রাট রাজু মেম্বার গ্রেফতার

1 month ago
92


নিজস্ব প্রতিবেদক:

মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি রাজু মেম্বারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাতে তার নিজবাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তার নামে হত্যাসহ মাদকের একাধিক মামলা রয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে মিঠাপুকুর আমলী আদালত তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।

তিনি জানান, শুক্রবার রাতে পীরগঞ্জ আর্মি ক‍্যাম্পের মেজর আবিরের নেতৃত্বে মিঠাপুকুর এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা হয়। অভিযানে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। এসময় মাদক সম্রাট ও হত্যা মামলার আসামী রাজু মেম্বারকে মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছে থেকে মাদক বিক্রির সময় ৮ বোতল ফেন্সিডসহ গ্রেফতার করা হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth