৪ বৈশাখ, ১৪৩২ - ১৮ এপ্রিল, ২০২৫ - 18 April, 2025

পীরগঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
3 weeks ago
93


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ (২৩ মার্চ) রবিবার উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ আয়োজনে ইনুয়া সরকারি প্রার্থমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই স্বাস্থ্য ক্যাম্পেইন হয়।

এসময় স্বাস্থ্য ক্যাম্পেইনে বক্তব্য রাখেন পীরগঞ্জ হাসাপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আব্দুল জব্বার, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, ভাদুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  ফারুক হাসান, গুডনেইবারস সিডিসি ম্যানেজার বিধান মন্ডল, সংস্থার ডাক্তার মোঃ ফাইজুর রহমান ফাহাদ, সিডিসি সহ সভাপতি রনজিৎ কুমার রায় প্রমুখ।

স্বাস্থ্য ক্যাম্পেইনে দিনাজপুর মেডিকেল কলেজের প্রফেসর ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার এস কে সাদেক আলী এবং দিনাজপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আইনুল ইসলাম একশত বিশ জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করেন। অপরদিকে সংস্থাটি স্বাস্থ্য ও পুষ্টি খাদ্য উপকরণ হাউজিং সামগ্রী স্বল্পমূল্যে বিতরণ করেন।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth