১২ বৈশাখ, ১৪৩২ - ২৫ এপ্রিল, ২০২৫ - 25 April, 2025

রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি স্বাধীন গ্রেফতার

মহানগর প্রতিবেদক:
1 month ago
54


রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিউর রহমান স্বাধীনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামন থেকে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আতাউর রহমান জানান, গ্রেফতার স্বাধীন রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাবেক সভাপতি। তার বিরুদ্ধে গত বছরের ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ নেতা কর্মীদের গুলিতে আহত হন পথচারী আবু সাঈদ। এ ঘটনায় গত বছরের ৭ নভেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় সে ৩০ নম্বর এজহারনামীয় আসামি তিনি। স্বাধীন নগরীর কামারপাড়া এলাকার মৃত মমতাজ উদ্দিনের পুত্র।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী জানান, তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে রংপুরে সংঘটিত হামলাগুলোর পরিকল্পনা ও হামলার ঘটনার মাস্টারমাইন্ড এর অন্যতম স্বাধীন। হামলা ছাড়া অর্থ যোগানদাতা হিসেবে তার নাম জানা গেছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth