ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

আঞ্চলিক প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। এ উপলক্ষে ফুলবাড়ী জছিমিঞা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী পালন করেন।
সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান গুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ফুলবাড়ী জছিমিঞা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমাবেশ, কুচকায়াজ প্রদর্শন করে। ইউএনও রেহেনুমা তারান্নুম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশীদ, উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াছমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমানসহ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।