ফেসবুকের কল্যানে বৈদ্যুতিক সেলাই মেশিন পেলো বদরগঞ্জের ফলিজা

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে ফেসবুকের কল্যানে বৈদ্যুতিক সেলাই মেশিন পেয়েছে ফজিলা বেগম (৩৪) নামে এক দরিদ্র গৃহবধু। মেশিন পেয়ে বেশ খুশি ওই নারী। দিনমজুর স্বামীর সংসারে নিজেও এখন আয় করতে পারবেন বলে আশাবাদী ফজিলা। ঘটনাটি ঘটেছে উপজেলার রাধানগর ইউনিয়নের মানসিংহপুরে। গত শুক্রবার ফজিলা ওই সেলাই মেশিন পেয়েছে।
জানা যায়, দিনমজুর শাহাবুর রহমানের আয় খুবই সীমিত। স্ত্রী ও এক পুত্রকে নিয়ে কোনো রকমে চলে তার সংসার। এতো অভাবের মাঝেও তার স্ত্রী প্রায় দশ কিলোমিটার দুরে পায়ে হেঁটে গিয়ে সেলাই মেশিন চালনাসহ নানান ধরনের হাতে কাজ শিখেছিল। কিন্তু চোখে স্বপ্ন থাকলেও স্বামীর সাধ্য না থাকায় তার প্রশিক্ষণ কোনো কাজে লাগাতে পারছিলেন না। বিষয়টি জানতে পারেন প্রতিবেশি উন্নয়নকর্মী মোরশেদুল হক। জানার পরপরই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজস্ব ওয়ালে আবেদন জানান। সে আবেদনে সাড়া দেন এক ব্যাক্তি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যাক্তিই ফজিলা বেগমের জন্য দ্রুতই একটি বৈদ্যুতিক সেলাই মেশিন পাঠিয়ে দেন।
মোরশেদুল হক বলেন, সুবিধা বঞ্চিত অনেক মানুষ আছে আমাদের সমাজে। তাদের সাধ এবং সাধ্যের ব্যবধান অনেক। আমার সামান্য কাজের মাধ্যমে কেউ উপকৃত হলে ক্ষতি কী?