১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

তারাগঞ্জে গলিপথ বন্ধ করে হোটেল বাড়ানোর অভিযোগ

3 weeks ago
167


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ বাজারের আকরাম হোসেন নামের এক হোটেল ব্যবসায়ীর বিরুদ্ধে জনসাধারনের যাতায়াতের গলিপথ বন্ধ করে হোটেল বাড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার আব্দুল হানিফ নামের এক ব্যবসায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ প্রদান করেছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, তারাগঞ্জ হাট বাজারের শুপারিহাটি ও কাপড়পট্টিতে জনসাধারনের চলাচলের গলিপথে হোটেলের জায়গা বাড়াতে জাহানারা হোটেলের মালিক আকরাম হোসেন বাজারে আসা যাওয়ার গলি পাকাকরনের কাজ করছেন। এতে বাজারের ব্যবসায়ীরা যাতায়তের গলি বন্ধ না করতে বাধা প্রদান করলেও আকরাম হোসেন তার হোটেলের কাজ চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় গতকাল দুপুরে বাজারের ব্যবসায়ী আব্দুল হানিফ উপজেলা নির্বাহী অফিসারের অফিসে গিয়ে একটি লিখিত অভিযোগ প্রদান করেছেন। 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth