৪ বৈশাখ, ১৪৩২ - ১৮ এপ্রিল, ২০২৫ - 18 April, 2025

বদরগঞ্জে বিএনপিকর্মী লাভলু হত্যাকাণ্ডের তিনদিন পর মামলা আসামী ১২, অজ্ঞাতনামা ১৫০, গ্রেপ্তার ২

1 week ago
107


আঞ্চলিক প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আলহাজ্ব লাভলু সরকার(৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় ১২জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। ঘটনার তিনদিন পর এ হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। এতে আরো ১৫০ জনকে অজ্ঞাত হিসেবে আসামী করা হয়েছে। গতকাল সোমবার(৭ এপ্রিল) ভোরের দিকে মামলাটি এজাহারভুক্ত করা হয়। এতে মামলার বাদী হন হত্যাকাণ্ডের শিকার লাভলু সরকারের ছেলে রায়হান কবীর। সোমবার সন্ধার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান। তবে গোপনীয়তার জন্য ১২জন আসামীর নাম বলতে রাজী হননি তিনি। এদের মধ্যে হৃদয় ও মোরসালিন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহতসহ অন্তত ১৫ জন আহতের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের অভিযোগ এনে বিএনপি ও যুবদলের আট নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ  থেকে বহিষ্কার করা হয়েছে। গত রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির ছয় নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন, বদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক এবং সাবেক যুগ্ম স¤পাদক ও ইউপি চেয়ারম্যান শহিদুল হক মানিক, উপজেলার মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক এনামুল হক, কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক সামছুল হক এবং বিষ্ণুপুুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক স¤পাদক  গোলাম কিবরিয়া। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর স¤পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত আরেক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও পরিপন্থি অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বদরগঞ্জ পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুমন সরদার ও যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক পয়েলকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বদরগঞ্জ পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন একটি দোকানঘর নিয়ে দোকান মালিক ইশতিয়াক বাবু এবং ভাড়াটিয়া ঢেউটিন ব্যবসায়ী জাহিদুল হক জোয়ারদারের মধ্যে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে গত শনিবার বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে লাভলু মিয়া নামে এক বিএনপিকর্মী নিহত হন।

 এ ঘটনায় আহত হয় অন্তত ১৫ জন। এর আগে ওই সংঘর্ষের ঘটনায় গত শনিবার সন্ধ্যায় বিএনপির তিন নেতার বিরুদ্ধে দখলদারিত্বের অভিযোগ এনে ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর চিঠি দেয় রংপুর জেলা বিএনপি। তিন নেতা হলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক ও ইউপি চেয়ারম্যান শহিদুল হক মানিক এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক। জেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত হারুন অর রশিদ স্বাক্ষরিত এ চিঠিতে জানানো হয়, দায়িত্বশীল পদে থাকার পরেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে দখলদারিত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বদরগঞ্জ পৌরশহরের শহীদ মিনার এলাকায় সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে পুরো পৌরশহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান বলেন, গোপনীয়তা বজায় রাখার জন্য তালিকাভুক্ত ১২ জন আসামীদের নাম এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে এই মামলায় এখন পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে অজ্ঞাতনামা আরো দেড়’শজন। আরো যারা এ ঘটনার সঙ্গে জড়িত আছে বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে সনাক্ত করা হচ্ছে বলে জানান তিনি।

এর আগে গত রবিবার বাদ আসর উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর কালজানি গ্রামে লাভলু মিয়ার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দফিন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth