৪ বৈশাখ, ১৪৩২ - ১৮ এপ্রিল, ২০২৫ - 18 April, 2025

একটি শিশুর নদীতে শেষ ডুব হারিয়ে গেল রাকিবুলের হাসি

1 week ago
65


বদরগঞ্জ(রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে রাকিবুল ইসলাম নামে এগারো বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে গত সোমবার বিকেলে ঘটনাটি ঘটে উপজেলার কালুপাড়া ইউনিয়নের বড়াইবাড়ী গ্রামে। গোসল করতে নেমে সে নিখোঁজ ছিল। ওইদিন সন্ধ্যার পর নদীতে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে মানিক মিয়ার একমাত্র সন্তান।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার বিকেলের দিকে বন্ধুদের সঙ্গে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নামে রাকিবুল ইসলাম। সাতার কাটার এক পর্যায়ে নদীর গভীর পানিতে সে তলিয়ে যায়। অনেক খোজাখুজির পর সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন। মঙ্গলবার সকালে তাঁর মরদেহের দাফন স¤পন্ন করা হয়।

বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান জানান, কারো ওপর কোন অভিযোগ না পাওয়ার  স্বজনদের অনুরোধে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth