ফিলিস্তিনের গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে হিলিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর ছাত্রদল। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১ টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হিলির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চারমাথা মোড়ে এসে শেষ হয়। সেখানে উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক রেজা আহম্মেদ বিপুলসহ অনেকে। বক্তারা অবিলম্বে গাজায় হামলা বন্ধসহ ইসরাইলী পণ্য বয়কট করার দাবি জানান।