১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

বদরগঞ্জে বিএনপি কর্মী লাভলু হত্যাকান্ডের ঘটনায় আসামীদের গ্রেপ্তারের দাবিতে রাতে বিক্ষোভ মিছিল

2 weeks ago
123


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের বদরগঞ্জে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বিএনপির নিবেদিত কর্মী লাভলু মিয়া সরকার (৪৫) হত্যাকান্ডের ঘটনায়  আসামীদের গ্রেপ্তারে পুলিশের ব্যর্থতার কারণে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠেনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। গতকাল মঙ্গলবার রাতে হুমায়ুন কবির মানিকের নেতৃত্বে শতশত নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিল থেকে হত্যার দায়ে অভিযুক্ত চেয়ারম্যান শহিদুল হক মানিক ও তার ছেলে তানভির আহমেদ তমালসহ সকল আসামীদের গ্রেপ্তার দাবি জানানো হয়।

মিছিল শেষে স্থানীয় শহীদ মিনারে পথসভায়  বক্তব্য রাখেন, মামলার বাদী নিহতের ছেলে রায়হান কবির, বিএনপি নেতা আবুজার গাফ্ফারি মন্টু, বিএনপির  সিনিয়র যুগ্ন আহ্বায়ক(বহিস্কৃত) হুমায়ুন কবির মানিক, সুমন সরদার প্রমুখ। প্রতিবাদ সভা থেকে খুনিদের গ্রেপ্তার দাবি করা হয়।

গত শনিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আলহাজ্ব লাভলু সরকার(৪৫) হত্যা করা হয়। এ ঘটনায় চেয়ারম্যান শহিদুল হক মানিক তার ছেলে তমালসহ ১২জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। ঘটনার তিনদিন পর গত সোমবার এ হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। এতে আরো ১৫০ জনকে অজ্ঞাত হিসেবে আসামী করা হয়েছে। মামলার বাদী হন হত্যাকান্ডের শিকার লাভলু সরকারের ছেলে রায়হান কবীর।

উল্রেখ্য ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে দোকানঘর ভাড়া নিয়ে পুরনো বিরোধ দলীয় কোন্দলে দ্বন্দ্বের বলি হন বিএনপির কর্মী লাভলু সরকার।

প্রতিবাদ সভা থেকে দাবি জানানো হয় খুনের ঘটনার মূল হোতারা প্রকাশ্যে ঘুরলেও তাদের প্রেপ্তার করা হচ্ছে না। মিছিলের স্লোগান থেকে বলা হয়, আমার ভাই কবরে, মানিক কেন বাহিরে, খুনিদের ফাঁসি চাই দিতে হবে। হৈ হৈ রৈ রৈ  মানিক খুনি গেল কই। মানিকের দুই গালে জুতা মারো তালে তালে। মানিকের গ্রেপ্তার চাই ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth