১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

দেশের কোন মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত হয়নি-স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক

2 weeks ago
71


নীলফামারী প্রতিনিধিঃ

সরকার দেশের কোন মেডিকেল কলেজ বন্ধ করতে চায় না বা বন্ধের কোন সিদ্ধান্ত নেয়নি। সরকার চায় না দেশের কোন মেডিকেল কলেজ বন্ধ হোক তবে মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হলে সিদ্ধান্ত নিতে হতে পারে বলে মন্তব্য করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। শনিবার(১২ এপ্রিল) নীলফামারী সরকারি মেডিকেল কলেজ পরির্দশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও জানান, দেশের ৩৭টি মেডিকেল কলেজের মধ্যে সবচেয়ে পুরাতন ৮টি ও নবীন ৬টি মেডিকেল কলেজ ভিন্ন ভিন্নভাবে চলছে। তবে নবীন ৬টি মেডিকেল কলেজের মধ্যে নীলফামারীর মেডিকেল কলেজটির অবস্থা অনেক ভাল। নবীন মেডিকেল কলেজ কলেজগুলোর অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার প্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

ডা. নাজমুল হোসেন বলেন, নবীন প্রবীণ সব মিলিয়ে যে সব মেডিকেল কলেজে মানসম্মত শিক্ষা দিতে ব্যাহত হবে তাহলে সেসকল মেডিকেল কলেজের বিষয়ে আমরা কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে। আর আমরা যা সিদ্ধান্ত নিবো সকলের ভালোর জন্য, আমরা চাইনা মেডিকেল কলেজগুলো থেকে এমন কোন চিকিৎসক তৈরি হোক যারা মানসম্মত চিকিৎসা দিতে পারবে না।

এর কারণ আমরা যদি যথাযথ শিক্ষা দিতে না পারি তাহলে যথাযথ চিকিৎসক তৈরি করতে পারবো না। আমাদের প্রথম চেষ্টা থাকবে এই সকল মেডিকেল কলেজ গুলোর মান উন্নয়ন করা। এর আগে সকালে নীলফামারী সরকারি মেডিকেল কলেজে সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেনের সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। মতবিনিময় সভায় নীলফামারী সরকারি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ সার্বিক সমস্য মহাপরিচালকের কাছে তুলে ধরেণ শিক্ষক-শিক্ষার্থীরা। পরিদর্শন শেষে অস্থায়ী ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (মানবসম্পদ ও ব্যবস্থাপনা) ডা. মাসুদুর রহমান, উপপরিচালক (সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ) ডা. সৈয়দ মোহাম্মদ বাকী বিল্লাহসহ রংপুর ও দিনাজপুর সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth