৪ বৈশাখ, ১৪৩২ - ১৮ এপ্রিল, ২০২৫ - 18 April, 2025

গোবিন্দগঞ্জের স্কুল ছাত্র অপহরন ও হত্যার প্রতিবাদে ২ ঘন্টাব্যাপি ঢাকা  রংপুর মহাসড়ক অবরোধ করে শিক্ষাথীঁ ও এলাকাবাসীর বিক্ষোভ

1 day ago
32


পুলিশী অভিযানে মুল অভিযুক্ত সহ ৪জন গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুল ছাত্র সাব্বির হোসেনকে হত্যার প্রতিবাদে এবং দোষি ব্যক্তির শাস্তির দাবিতে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। গোবিন্দগঞ্জ থানা মোড়ে গতকাল বুধবার দুপুর ১২ টা থেকে বেলা ২ টা পর্যন্ত প্রায় ২ঘন্টা অবরোধ থাকায় ওই মহাসড়ক ছাড়াও দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চালাচলকারী বন্ধ হয়ে যায়। এতে যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগের শিকার হয় যাত্রী সাধারণ।

বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন জামায়াত নেতা নুরুন্নবী প্রধান, আবুল কালাম আজাদ, বিএনপি নেতা ও দরবস্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফিজুর রহমান দুলু প্রমুখ। বক্তারা অবিলম্বে স্কুল ছাত্র সাব্বির হোসেন হত্যাকান্ডের সাথে জড়িত গ্রেফতার ও দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানায়। হত্যাকান্ড অন্যখাতে প্রবাহিত করলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী দেয়া হবে।

মহাসড়ক অবরোধের খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে দোষিদের গ্রেফতার ও শাস্তির আশ্বাস দিলে বিক্ষোভকারীরা প্রায় ২ঘন্টা পর বেলা ২টায় মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে হত্যাকান্ডের ঘটনায় গতরাতেই প্রধান আসামী ইউনুছ আলীসহ ৪ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেফতার হওয়া অন্যরা হলেন মামলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের খাদেম হোসেনের পুত্র করিরুল ইসলাম (৩২), আব্দুস সাত্তারের পুত্র রবিউল ইসলাম (১৮) ও বিশুবাড়ী গ্রামের লালমিয়ার পুত্র  আব্দুল আলীম (১৮)। এরমধ্যে কবিরুলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় প্রতারণা সহ একাধিক মামলা রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, বলেন গ্রেফতার হওয়া ৪ জনকেই জিজ্ঞাবাদ করা হচ্ছে। জিজ্ঞাবাদ শেষে হত্যাকন্ডের কারণ জানা যাবে।

উল্লেখ্য, নিহত সাব্বির উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং  বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী ছাত্র।গত শনিবার বাড়ী থেকে তার প্রতিবেশী ও বন্ধু বাড়ি থেকে বেড়ানোর কথা কলে ডেকে নিয়ে যায়। এরপর গত মঙ্গলবার দুপুরে সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামারের পরিত্যাক্ত কুপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth