৯ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

পত্রিকায় সংবাদ প্রকাশের পর কারণ দর্শানোর নোটিশ পেলেন সেই লুডু খেলা শিক্ষকরা

1 month ago
114


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী বড় বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রধান শিক্ষকের অফিস কক্ষে বসে লুডু খেলছিলেন। ১৯

মে আমাদের প্রতিদিন পত্রিকায় এ সংবাদ প্রকাশের পর উপজেলা শিক্ষা অফিস কর্তৃক ১৯ মে তারিখেই কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। 

ওই নোটিশে জানতে চাওয়া হয়েছে,  পরীক্ষা চলাকালে পরীক্ষা কক্ষ ছেড়ে শিক্ষকরা অফিসকক্ষে বসে খেলার কারণে কেন শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে না তা আগামী ৭ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক রুনা লায়লা,  সহকারি শিক্ষক আফসানা ও বিপ্লব কুমার। 

গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাগমা শিলভিয়া খান এ তথ্য নিশ্চিত করে বলেন,  পত্রিকায় প্রকাশিত সংবাদ এর প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth