গঙ্গাচড়ায় দলিল লেখকদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়া সাব-রেজিস্ট্রি অফিসের সনদপ্রাপ্ত দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বিষয়ক অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা বুধবার (২১ মে) অনুষ্ঠিত হয়।
গঙ্গাচড়া উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রংপুর জেলা রেজিস্ট্রার রফিকুল ইসলাম।
উপজেলা সাব-রেজিষ্ট্রার এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন গঙ্গাচড়া দলিল লেখক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপি'র সভাপতি চাঁদ সরকার।
প্রশিক্ষক ছিলেন কাউনিয়া উপজেলার সাব-রেজিস্ট্রার বার্ণার্ড মার্ডি। সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা সাব-রেজিস্ট্রার রিপন চন্দ্র মন্ডল।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সুজাউদ্দিন আহমেদ সরকার রানা।