গাঁজাসহ দুই যুবক আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম থেকে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ মে) দুপুর ১২ টায় রৌমারী সিএনজি স্ট্যান্ডে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নাগেশ্বরী উপজেলার নীলুর খামার এলাকার সায়েদ আলীর ছেলে রবিউল ইসলাম রবিন (২৬) ও একই উপজেলার কাশির ভিটা এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আনিসুর রহমান (৩৪)।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি স্ট্যান্ডে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটকরা বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে আসামীদের কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানো হবে।