১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

পলাশবাড়ীতে ভূমি মেলা উপলক্ষে র‍্যালী ও সেমিনার

4 weeks ago
91


বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা)  :

‘‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরুক্ষিত রাখি’’ এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ভূমি মেলা উপলক্ষে র‍্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬মে) সকালে উপজেলা চত্বর থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা হল রুমে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম।

এ সময় আরো বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্রো,উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ,সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ,উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক,জামায়াত নেতা ও আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানা,রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল  ইসলাম,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ অনেকে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বলেন, মেলার মূল্য উদ্দেশ্য সরকারের ভূমি সেবাগুলো জনগণের সামনে উপস্থাপন করা। ভূমি সেবা ডিজিটালাইজড করায় এখন ঘরে বসেই ভূমি সংক্রান্ত কাজ করা সম্ভব। কোন প্রকার হয়রানি ছাড়াই অনলাইনের মাধ্যমে নামজারিসহ অন্যান্য ভূমি সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান,শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth