৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

গোবিন্দগঞ্জে চাহিদার অতিরিক্ত পশু কোরবানীর জন্য প্রস্ততঃ ভালো দামে বিক্রির আশা খামারিদের

3 weeks ago
104


গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যক্তি পর্যায়ে ও খামারে গরু প্রস্তুত করা হয়েছে। এবার কোরবানির ঈদে উপজেলায় চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু বিক্রির জন্য প্রস্তুত রয়েছে। সম্পূযর্ন দেশি পদ্ধতি অনুসরন করে খামরিরা এসব গরুর লালন-পালন ও মোটা-তাজা করছেন। সেই সাথে চাহিদা থাকায় খরছের বিপরীতে ভালো দামের আশা গো খামারিদের।

আর মাত্র কয়েকদিন পরেই জমে উঠবে ঈদুল আযহা  উপলক্ষে বোরবানি পশুর হাট। ইতিমধ্যে উপজেলায় কোরবানীর ঈদকে সমনে রেখে ছোট, বড় খামার ও ব্যক্তি পর্যায়ে গরু লালন-পালন করা হচ্ছে। খামারিরা বড়, মাঝাড়ী ও ছোট গরু বিক্রির জন্য প্রস্তুত করেছেন। সম্পূর্ণ দেশি পদ্ধতি অনুসরন করে এসব গরুর লালন-পালন ও মোটা-তাজা করছেন তারা। সেই সাথে গরু যাতে রোগাক্রান্ত না হয় সে জন্য বাড়তি যত্ন নিচ্ছেন খামারী ও লালন পালনকারী।

উপজেলা প্রাণিসম্পদ অফিসের তথ্যে জানা গেছে অনুযায়ি জানা গেছে এবার উপজেলায় কোরবানির জন্য ২৪ হাজার ৮শ’ পশুর চাহিদা রয়েছে।  আর বিক্রির জন্য প্রস্তত রয়েছে ৩৫ হাজার ৫শ ৮৫টি গরু। অতিরিক্ত ১০ হাজার ৭শ’ ৮৫ টি পশু ঢাকাসহ দেশের অন্যান্য জেলার চাহিদা পূরণ করবে । এছাড়াও কোরবানির পশু বিক্রির জন্য স্থায়ী হাটের পাশাপাশি অনলাইন প্লাটফর্ম ও অস্থায়ী হাটের ব্যবস্থা রাখা হয়েছে।

উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের একতা এগ্রো ফার্মের মালিক রেজাউল কমির রফিক বলেন গুড়া, ভুষি,খড়সহ পশু খাদ্যের দাম বাড়ায় পশু লালন পালনে খরচও বেড়েছে। ৭৫টি গরুর খামার রয়েছে। এরমধ্যে ৩০টি ষাড় গরু বিক্রির জন্য প্রস্তুত করেছেন। সম্পূর্ণ দেশি পদ্ধতিতে খর,গুড়া, ভুষি, ব্রান ও কাঁচা ঘাস খাইয়ে মোটা-তাজা করেছেন। খামারটিতে ৬মণ থেকে ১২-১৩মণ পর্যন্ত ওজনের গরু প্রস্তুত করা হয়েছে। এবারের কোরবানীর ঈদে গরুর ভালো দাম পাবেন আশা করছি।

গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিস সুত্রে জানা গেছে চাহিদার চেয়ে বেশি পশু কোরবানির জন্য প্রস্তত করা হয়েছে।  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোঃ আব্দুস সামাদ, বৈধ ভাবে সঠিক নিয়ম মেনে পশু লালন-পালন ও মোটা-তাজা করণে খামারিদের পরামর্শ এবং সহযোগিতা দেয়া হয়। সে অনুযায়ী এবার উপজেলার পর্যাপ্ত দেশী গরু কোরবানীল জন্য প্রস্তুত রয়েছে। এছাড়াও কোরবানির ঈদে পশুর হাটে রোগ আক্রান্ত পশু চিহ্নিত করনে প্রাণিসম্পদের বিশেষ টিম কাজ করবে বলে জনান এ কর্মকর্তা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth