১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

রংপুরের জন্য বাজেট বৃদ্ধি ও বৈষম্যের অবসান চেয়ে গণসংহতি আন্দোলনের সমাবেশ ও স্মারকলিপি প্রদান

3 weeks ago
76


বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

বৈষম্যমূলক বরাদ্দের ধারাবাহিকতা নয়, আসন্ন জাতীয় বাজেটে রংপুরের জন্য বরাদ্দ বৃদ্ধির দাবিতে গণসংহতি আন্দোলন রংপুর জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় রংপুর প্রেসক্লাব চত্বরে সমাবেশ ও জেলা প্রশাসক মারফত প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক তৌহিদুর রহমানের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন জেলা  সদস্য সচিব মুফাখখারুল ইসলাম মুন, মহানগর আহবায়ক আব্দুল জব্বার সরকার, সংগঠক রুবেল আশরাফ, রংপুর মহানগর দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা জোবাইদুল ইসলাম জোবেদ, হারাগাছ থানা সংগঠক আজিজার রহমান, ছাত্র ফেডারেশন রংপুর জেলা আহবায়ক একে কাজল রায়, সম্পাদক আল তানজীল প্রমুখ।

সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। স্মারকলিপিতে রংপুর বিভাগের জন্য বাজেট বৃদ্ধির পাশাপাশি কৃষিপ্রধান এই অঞ্চলে কৃষি উপকরণের সহজপ্রাপ্যতা, সরকারি হাসপাতালের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকীকরণ ও রংপুর-দিনাজপুর-ঠাকুরগাঁও-নীলফামারি-কুড়িগ্রাম সড়ক যোগাযোগ উন্নয়নের দাবি জানানো হয়।

সভা পরিচালনা করেন গণসংহতি আন্দোলন রংপুর জেলার প্রচার ও দপ্তর সমন্বয়ক প্রত্যয়ী মিজান। কর্মসূচিতে গণসংহতি আন্দোলনের রংপুর জেলা শাখার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা রংপুরবাসীকে এই বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth