১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

পলাশবাড়ীতে ৭০ লক্ষ টাকা আত্মসাতের প্রতিবাদে সমাবেশ ও মহাসড়ক অবরোধ

3 weeks ago
34


বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :

গাইবান্ধা জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও পলাশবাড়ী পৌরসভার সাবেক মেয়র গোলাম সারোয়ার বিপ্লবের ৭০ লক্ষ টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছ। আজ বৃহস্পতিবার (২৯ মে-২৫) বেলা ১২ টায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি মুশফিকুর রহমান রিপনের  সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল আলা মওদুদ। 

সভাপতির বক্তব্যে মুশফিকুর রহমান রিপন বলেন- "আওয়ামী ফ্যাসিস্টের দোসর বিপ্লব পলাশবাড়ীর শ্রমিক জনতাকে ব্যবহার করে নিজের আখের গুছিয়েছেন। বিপ্লবকে পলাশবাড়ীতে অবাঞ্চিত করার ঘোষণাও দেন তিনি।

অনুষ্ঠানটিতে আরো উপস্থিত পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক সাজু মিয়া, সাংগাঠনিক সম্পাদক শাহজালাল সরকার, কোষাধ্যক্ষ সায়েদ আলী, সড়ক সম্পাদক সাদেকুল ইসলাম মিন্টু, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম  মিন্টু, প্রচার সম্পাদক রাজা মিয়া, কার্যনির্বাহী সদস্য লুৎফর রহমান, রাজু আহমেদ, রবিউল ইসলাম লিয়াকতসহ অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশ শেষে সকল শ্রমিকগণ পলাশবাড়ী মহাসড়ক ১০ মিনিটের জন্য অবরোধ করে রাখেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth