৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ড্রাইভার নিহত

2 weeks ago
30


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুতগামী মিনি ট্রাকের সংঘর্ষে দাঁড়িয়ে থাকা অপর একটি  ট্রাকের ড্রাইভার জহুরুল ইসলাম নান্টু (৪৪) নিহত হয়েছে।

জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার বকচর নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কের পাশ্বে দাঁড়িয়ে থাকা একটি মিনি ট্রাককে অন্য একটি দ্রুতগামী মিনি ট্রাক সজোরে ধাক্কা দিলে চলন্ত ট্রাকটির সাথে দাঁড়িয়ে থাকা ট্রাকটির সংঘর্ষ হয়। এতে করে দাড়িয়ে থাকা ট্রাকটির ড্রইভার জহুরুল ইসলাম নান্টু গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে আশংকাজনক অবস্থায় সেখান থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। নিহত ড্রাইভার নান্টু বগুড়া জেলার কাহালু উপজেলার জোগারপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

ট্রাক ড্রাইভার নিহতের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, দূর্ঘটনার পর ঘাতক ট্রাকের ড্রাইভার ট্রাকটি রেখে কৌশলে পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। নিহত ড্রাইভার নান্টুর মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth