২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

3 weeks ago
58


আব্দুর রহিম, পাগলাপীর রংপুর:

রংপুর সদর উপজেলাতে টানা তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, বিপাকে নিম্ন আয়ের মানুষ। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বাইরে বের হচ্ছে না ৷ বৃষ্টির জন্য মানুষের মধ্যে হাহাকার পড়ে গেছে। গরমে সবচেয়ে কষ্টে আছেন রংপুর সদর উপজেলার দিনমজুর খেটে খাওয়া সাধারণ মানুষজন। রৌদ্র ও গরমের তীব্রতা এতটাই বেশি যে, বাইরে কাজে বের হয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। জীবিকার তাগিদে উপায়ান্ত না পেয়ে তীব্র রোদেই কাজে বের হতে হয় খেটে খাওয়া মানুষদের।দিনমজুর থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে অন্য সবার চেয়ে বেশি। পাগলাপীর এলাকার ভ্যানচালক কালাম বলেন, আমাদের মতো গরিবদের আর গরম, মরলে কি? বাঁচলেইবা কি? জীবিকার তাগিদে সড়কে বের হতেই হয়। রংপুর সদর উপজেলার রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষদের মন্তব্য প্রায় একই।দিনে তীব্র গরমের নানান রোগ বেড়েছে৷ রাতেও নেই স্বস্তি। গরমে বেড়েছে পানির চাহিদা ও আখের শরবতের চাহিদা৷

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth