৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

বিরলে চাঁদাবাজদের হুমকীতে নিরাপত্তাহীনতায় নিজের জমি ভোগদখলে যেতে পারছেন না ফয়জুল হক

4 weeks ago
52


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরলে চাঁদাবাজদের অব্যাহত হুমকীতে চরম নিরাপত্তাহীনতায় নিজের জমি ভোগদখলে যেতে পারছেন না ফয়জুল হক নামের এক চাকুরীজীবি। চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত জাকারিয়া এর ছেলেচাকুরীজীবি মোঃ ফয়জুল হক (৫৯) জানান, বিরল উপজেলার ৬২ নং জেএলভূক্ত ওকড়া মৌজার ১৬৫ নং খতিয়ানের ১৩৫৬ নং দাগে ৮৬ শতক মধ্যে ২৩ শতক সম্পত্তি গত ১৯৮৮ ইং সালে কবলা দলিল মূলে ক্রয় করে দীর্ঘদিন যাবৎ মালিক ও ভোগ দখলীকার থাকাবস্থায় আমার বর্গাচাষী ওকড়া গ্রামের মৃত সিরাজ উদ্দীন এর ছেলে মোঃ জাবেদ আলী এর মাধ্যমে চাষাবাদসহ ভোগদখলীকার এবং সকল সম্পত্তির কাগজপত্র আমার নামে হালনাগাদ আছে। এরই ধারাবাহিকতায় গত ২০১৫ ইং সালে আমার বর্গাচাষী জাবেদ আলী মৃত্যুবরণ করলে বর্ণিত সম্পত্তিতে আমার বর্গাচাষীর ছেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি জুলফিকার আলী (৪৫), মোঃ সাগর (৩২), মোঃ সোহাগ (২৮), মৃত নাজিমুদ্দীন এর ছেলে মোঃ মন্টু মিয়া (৫২), মোঃ শরিফুল ইসলাম (৫০), মোঃ সাদেকুল ইসলাম (২৮), মৃত নছির উদ্দিন এর ছেলে মোঃ সবুজার (৫০), মৃত ফুসির মোহাম্মদ এর ছেলে হাফিজুর রহমান (৩৮), অছিম উদ্দীন এর ছেলে রইসুল (২৪), ফাইম (২২), কাসেম চিলকা এর ছেলে মোঃ মোতাহার আলী (৪২), মৃত জমিল এর ছেলে জাকিরুল ইসলাম (২৮), মৃত সিরাজ উদ্দীন এর ছেলে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অছিম উদ্দীনগণ আমার স্বত্ব দখলীয় সম্পত্তি ভোগ দখলসহ বর্গাচাষ করে। বর্গাচাষীরা আর বর্গাচাষ করবে না মর্মে প্রকাশ করে আমাকে আমার স্বত্ব দখলীয় সম্পত্তি ছেড়ে না দিয়ে জোরপূর্বক চাষাবাদ করতে থাকলে আমি তাদেরকে আমার বরাবরে দখল ছেড়ে দেয়ার বার বার অনুরোধ করলে তারা আমার কথায় কোন প্রকার কর্ণপাত করেন না। এমতাবস্থায় আমার তপশীল বর্ণিত সম্পত্তি ইতিপূর্বে বর্গাচাষী জাবেদ আলী মৃত্যুবরণ করার পর তপশীল বর্ণিত সম্পত্তির দখল তাদের আওতায় রয়ে যায়। অতঃপর বিষয়টি নিয়ে একাধিকবার থানা তদন্ত হলে আসামীগণ আপোষ করে নাই এবং থানায় কোন মালিকানা বিষয়ের কোন প্রকার তপশীল বর্ণিত সম্পত্তি কগজপত্রাদি উপস্থাপন করতে পারে নাই। আমার সম্পত্তি তাদের নয় মর্মে স্বীকার করে ও আমার নিকট ক্রয় করার প্রস্তাব করলে তাদের মনগড়া একটি মূল্য আমাকে দিতে চায়। তাদের হুমকী ও ভয়ভীতি প্রদর্শনের কারণে আমি আমার সম্পত্তি দখলে যেতে পারছি না। গত ২৯ নভেম্বর ২০২৪ ইং তারিখে ১২ বান্ডিল ঢেউটিন যার মূল্য ৯৬ হাজার টাকা, ২০০ টি ইউক্লিপ্টাস গছের চারা যার মূল্য ২০ হাজার টাকা, ৫০ টি রংপরী হাড়িভাঙ্গা জাতের আমগাছের চারা যারমূল্য ২৪ হাজার টাকা, চাঁপাইয়ের বারোমাসী আমের ৫০ টি চারা যারমূল্য ২০ হাজার টাকা, সিমেন্টের পিলার ১৫ টি যার মূল্য ৫হাজার ২৫০ টাকা, ১৫ টি বাঁশ যার মূল্য ৩ হাজারটাকাসহ মোট ১ লাখ ৫০ হাজার ২৫০ টাকার মালামাল নিয়ে যাওয়ার সময় ওকড়া হাফেজিয়া মাদ্রাসার পশ্চিম পাশের্^ পাকা রাস্তার উপর মোস্তফার ঔষধের দোকানের সামনে ৪ নং শহরগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জুলফিকার আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অছিম উদ্দিন, উজ্জল, সাগর, সোহাগ, সবুজার, মোজাহারুল, হাফিজুর রহমান, রইসুল, ফাইম, মোতাহার ও জাকিরুল বেআইনী জনতায়দলবদ্ধ হয়ে মারাত্মক অস্ত্র-সস্ত্র দেখিয়ে শালাকে জমি ভোগ করার সাধ চিরতরে মিটিয়ে দাও  হুকুম দিয়ে গলা চেপে শাসরুদ্ধ করে পকেট থেকে নগদ ১০ হাজার টাকা বাহির করে নেয় এবং ৩ লাখ টাকা চাঁদা না দিলে জমিতে উঠতে দিবে না বলে প্রকাশ করে উল্লেখিত মালামাল ও গাছের চারাগুলি নিয়ে যায়। ঘটনায় সিনিয়র জুডিসিয়াল ম্যঅজিস্ট্রেট আমলী আদালত, বিরল, দিনাজপুরে মোঃ ফয়জুল হক বাদী হয়ে ৩৬০সি/২০২৪ নং মামলা দায়ের করলে মামলাটির আসামীদের বিরুদ্ধে ১৪৩/৩২৩/৩৭৯/৩৮৫/৫০৬(২)/৩৪ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হওয়ায় দিনাজপুর জেলার সিআইডি পুলিশ পরিদর্শক মোঃ নওয়াবুর রহমান এসএস/দিনাজ/কোর্ট২২২-২০২৪/৭৮১ নং স্মারকে গত ২৩ এপ্রিল ২০২৫ তারিখে আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন দাখিলের পর হতে উল্লেখিতদের অব্যাহত হুমকীতে মোঃ ফয়জুল হকসহ পরিবারের লোকজন ও স্বাক্ষীগণ চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। মোঃ ফয়জুল হক উল্লেখিতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth