৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

তারাগঞ্জে ধান শুকানোর নেটজাল না দেয়ায় ২ নারীসহ তিনজনকে কুপিয়ে জখম

4 weeks ago
121


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে ধান শুকানোর নেটজাল না দেওয়ায় একই পরিবারের দুই নারীসহ ৩জনকে কুপিয়ে জখম। আহতরা স্থানীয় হাসপাতালে ভর্তি চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার ১৩ জুন বিকালে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মাদ্রাসাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। খোঁজ নিয়ে জানাগেছে, শুক্রবার মাদ্রাসাপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে রব্বানী ও তার স্ত্রী মারুফা বেগম তাদের বাড়ির উঠানে ধান শুকাতে দেন। এসময় একই গ্রামের আজিজার হোসেনের ছেলে রায়হান হোসেন মারুফার কাছে ধান শুকানোর জন্য নেটজাল চাইতে আসলে মারুফা জানান তারা নেটেজাল ধান শুকাচ্ছেন। মারুফা ধান শুকানোর নেটজাল রায়হানকে না দেয়ায় গাল-মন্দ করতে থাকেন। এতে করে সেখানেই ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার  খবর শুনে রায়হানের ভাই মাসুম (২৮) ও তার স্ত্রী ফরি বেগম (২৪), বোরহান (২৬) ও তার স্ত্রী রিনা খাতুন (২৩), রায়হানের বাবা আজিজার রহমান (৪৮), বোন রেহেনা (২১) ও রাজেকা খাতুন (২০) ঘটনাস্থালে এসে , রব্বানী ও তার স্ত্রী মারুফাকে দেশীয় অস্ত্র দিয়ে জখম করেন। এ খবর শুনে রব্বানীর মা হালিমা বেগম এগিয়ে আসলে তাকেও জখম করা হয়। এ ঘটনায় সোমবার ১৬ জুন বিকালে হাসাপাতালে আহতের সঙ্গে কথা হলে তারা জানান, দুই এক দিনের মধ্যে সুস্থ হলেই থানায় মামলা করবেন বলে জানান।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth