হিলিতে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
“দেশি ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই” এমন প্রতিপাদ্যে দিনাজপুরের হিলিতে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ১১টায় কৃষি অফিসের সভাকক্ষে এই মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর উদ্বোধন করেন। বৃহস্পতিবার ১৯ জুন থেকে শুরু হয়ে আগামী ২১জুন পর্যন্ত এই ফল মেলা চলবে। এতে বক্তারা ফলের পুষ্টিগুন সম্পর্কে অবগত করেন ও শিক্ষার্থীদের বিভিন্ন ফলের সাথে পরিচয় করিয়ে দেন। পরে অতিথিবৃন্দ সেখানে থাকা বিভিন্ন ধরনের দেশি ও বিদেশী ফল ঘুরে ঘুরে দেখেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা.শফিউল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.ইলতুতমিশ আকন্দ, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদসহ অনেকে।