২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

পরিবার শক্তিশালীকরণ কর্মসূচী সম্পর্কে নাগরিক ও অংশীজনদের সাথে মতবিনিময়

1 week ago
54


কুড়িগ্রাম প্রতিনিধি:  

এস ও এস চিল্ড্রেন্স ভিলেজ পরিবার শক্তিশালীকরণ কর্মসূচী-কুড়িগ্রাম এর আওতায় বিশিষ্ট নাগরিক ও অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার কুড়িগ্রাম শহরের উপকন্ঠে ত্রিমোহনীতে এস ও এস-কুড়িগ্রাম অফিসের হলরুমে এই সভায় রাজারহাট ও কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক, এলাকার ইমাম, মিডিয়াকর্মী, ইপি সদস্য, এনজিও ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সমাজকর্মী, এস ও এস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচী কুড়িগ্রামের কর্মরত কর্মকর্তা, ভলান্টিয়ার ও অফিস স্টাফ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, হলোখানা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রেজা, শিক্ষক (অবঃ) দেওয়ান এনামুল হক, কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, এস ও এস চিল্ড্রেন ভিলেজ বগুড়ার এসিস্ট্যান্ট ডিরেক্টর ও ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, ন্যাশনাল অফিসের ডেপুটি ডিরেক্টর ও পরিবার শক্তিশালীকরণ কর্মসূচী ইনচার্জ এ এইচ এম আসাদুজ্জামান, পরিবার শক্তিশালীকরণ কর্মসূচী কুড়িগ্রাম প্রোজেক্ট কোঅরডিনেটর মোঃ মকলেসুর রহমান প্রমুখ।

এস ও এস চিল্ড্রেন্স ভিলেজ একটি আন্তর্জাতিক বেসরকারি সমাজ উন্নয়নমূলক সংস্থা যা শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। এস ও এস চিল্ড্রেন্স ভিলেজ পরিবার শক্তিশালীকরণ কর্মসূচী কুড়িগ্রামে তাদের নতুন যাত্রা শুরু করেছে বগুড়া পল্লীর অধীনে। এই মতবিনিময়ে মূল বিষয়বস্তু ছিল সমাজের বিশিষ্ট নাগরিক ও অংশীজনদের মাঝে কর্মসূচী সম্পর্কে অবহিত করা। এস ও এস চিল্ড্রেন্স ভিলেজ কী করে, কেন করে, তাদের মূল প্রতিপাদ্য কী তা নিয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth