৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

চিলমারীতে চিরনিদ্রায় শায়িত হলেন "বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন"

2 weeks ago
69


হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের চিলমারীতে "উপজেলার বিশিষ্ট হোটেল ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন" (৭৭) চিরনিদ্রায় শায়িত হলেন। সোমবার (৩০শে জুন) সকাল ৯টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে, তার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার ছোট কুষ্টারী এলাকার বাসিন্দা ছিলেন এবং উপজেলা পরিষদ মোড়ে দীর্ঘদিন হোটেলের ব্যবসা কর ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা যায়, মরহুমের জানাজা আজ বাদ আছর "উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে" অনুষ্ঠিত হবে। পরে উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হবে।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ চলাকালে মোক্তার হোসেন প্রথমে ১১ নম্বর সেক্টরে এবং পরে ৬ নম্বর সেক্টরের অধীনে সক্রিয়ভাবে অংশ গ্রহন করে ছিলেন। স্বাধীনতার পর তিনি মিলিটারি অব ফ্রিডম ফাইটার হিসেবে দায়িত্ব পালন করে ছিলে বলে জানা যায়।  

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth