ভূরুঙ্গামারীতে নিখোঁজের ৩ দিন পর কবরস্থান থেকে মহিলার লাশ উদ্ধার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের ৩ দিন পর একটি পাকা কবরস্থানের ভিতর থেকে এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মহিলার নাম সুমি বেগম (৪০)। স্বামী পরিত্যক্তা ওই মহিলা জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের গাজিউর মাস্টারের মেয়ে।
সোমবার সকালে ওই গ্রামে এক গৃহবধু লাউ তুলতে গেলে একটি পাকা করা কবরের দেয়ালের ভিতর লাশ দেখতে পায়। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মহিলা স্বামী পরিত্যাক্তা এবং কিছুটা মানসিক ভারসাম্যহীণ ছিলো। নিহত মহিলার গলায় ওড়না পেছানো ছিলো এবং মুখ আঘাতের চিহ্ন রয়েছে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ থানায় নিয়ে আসে।
নিহতের ভাই মঞ্জুরুল ইসলাম জানান, গত ২৭ জুন শুক্রবার বিকেলে তার বোন বাড়ি থেকে নিখোঁজ হয় । মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিখোঁজের ঘটনাটিকে তারা বেশী গুরুত্ব দেয়নি। আজ তার লাশ দেখতে পেয়ে আমরা বাকরুদ্ধ হয়ে গেছি।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, মরদেহের গলায় ওড়না পেছানো ছিলো। অস্বাভাবিক মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।