‘আমাকে স্যার বলবেন না সারজিস বা ভাই বলুন’-সারজিস আলম

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম):
‘আমাকে স্যার বলবেন না সারজিস বা ভাই বলুন’ বুধবার(২জুলাই) দুপুর দেড়টায় রাজারহাট বাজারের ট্রাফিকমোড় এলাকায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির এক পথ সভা শেষে কুড়িগ্রাম যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তার ব্যবহৃত গাড়িতে বসে এক সাংবাদিককে এ কথা বলেন। রাজারহাটে যানজট থেকে মুক্ত হওয়ার জন্য ওই সাংবাদিক রাজারহাট বাজারে বাইপাস সড়কের কথা জানালে এক পর্যায়ে তিনি ‘আমাকে স্যার বলবেন না সারজিস বা ভাই বলুন’ বলে মুসকি হাসি দেন। তিনি সকলের সারজিস বলে জানান। এসময় তিনি স্থানীয় সাংবাদিকের ওই বিষয়টি আমলে নিয়ে আশ্বাসও দিয়েছেন।