১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

রাকসুর নারী প্রার্থীদের ৭ দফা সাইবার সুরক্ষা প্রস্তাব: বট-ফেক আইডি নিয়ন্ত্রণে জোর দাবি

1 week ago
146


রাবি সংবাদদাতা:

সাইবার নিপীড়ন রোধ, বট-ফেক আইডি নিয়ন্ত্রণ ও নিরাপদ অনলাইন ক্যাম্পাস পরিবেশ নিশ্চিতে ৭ দফা সাইবার সুরক্ষা নীতি প্রস্তাব দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে কেন্দ্র করে নারী প্রার্থীরা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ প্রস্তাব ঘোষণা করেন।

তাদের দাবিগুলো হলো—পূর্ণাঙ্গ অফিশিয়াল সাইবার সুরক্ষা নীতি প্রণয়ন, নারীবান্ধব অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ২৪ ঘণ্টার সাইবার সেফটি ও জেন্ডার রেসপন্স সেল গঠন, বট/ফেক আইডি নিয়ন্ত্রণ ও গ্রুপ অ্যাক্সেস যাচাই বাধ্যতামূলক করা, শিক্ষার্থীদের গোপনীয়তা সুরক্ষা নীতি কার্যকর করা, নিয়মিত ডিজিটাল লিটারেসি ও সাইবার সেফটি প্রশিক্ষণ আয়োজন, প্রতিটি বিভাগ ও হলের জন্য ভেরিফায়েড অফিসিয়াল চ্যানেল চালু করা

ভিপি প্রার্থী তাসিন খান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের নামে খোলা ফেসবুক গ্রুপ ও পেজে বিভ্রান্তিকর তথ্য, গুজব, নারী শিক্ষার্থীদের ছবি ও ব্যক্তিগত তথ্য বিকৃত করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি অপমানজনক ভাষা ও যৌন ইঙ্গিতপূর্ণ পোস্ট–কমেন্টে নারী শিক্ষার্থীরা নিয়মিতভাবে সাইবার হয়রানির শিকার হচ্ছেন।

তিনি বলেন, “বারবার অভিযোগ জানিয়েও প্রতিকার পাইনি। ভোটার তালিকায় শিক্ষার্থীদের ফোন নম্বর প্রকাশের মতো অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত আমাদের আরও অনিরাপদ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি আর স্পষ্ট সাইবার নীতিমালা না থাকার কারণে পরিস্থিতি প্রতিদিন অবনতির দিকে যাচ্ছে।”

নারী প্রার্থীরা দ্রুত এসব প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, নিরাপদ অনলাইন ও অফলাইন পরিবেশ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক গণতান্ত্রিক চর্চা সম্ভব নয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth