১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

শাটডাউনে স্থগিত রাকসু: ভোট হবে ১৬ অক্টোবর

2 days ago
97


রাবি সংবাদদাতা:

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আর ২৫ সেপ্টেম্বর নয়, নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর (বৃহস্পতিবার)।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ সেপ্টেম্বরের নির্ধারিত নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় কমিশন মনে করে—বর্তমান আবহ কোনোভাবেই ভোট আয়োজনের অনুকূলে নয়।

প্রশাসনের ব্যাখ্যা অনুযায়ী, দুটি বড় কারণ সামনে এসেছে: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত না হওয়া।

এ অবস্থায় উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের স্বার্থে ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে নতুন তারিখ হিসেবে ১৬ অক্টোবর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

৩৫ বছর পর হতে যাওয়া বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন ঘিরে তাই নতুন করে তৈরি হলো প্রত্যাশা ও অনিশ্চয়তার মিশেল।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth