১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

রাকসু নির্বাচন ঘিরে বিভক্তি: শাটডাউনে স্থগিত চায় ছাত্রদল, সময়মতো ভোটে অনড় ছাত্রশিবির

2 days ago
100


রাবি সংবাদদাতা:

৩৫ বছর পর হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে ক্যাম্পাসে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা ও বিভক্তি। ঘোষিত কমপ্লিট শাটডাউনের মধ্যে নির্বাচন স্থগিতের দাবি তুলেছে চারটি স্বতন্ত্র প্যানেল ও ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে ইসলামী ছাত্রশিবির ও তাদের সমর্থিত প্যানেলসহ একাংশের ছাত্রসংগঠন যেভাবেই হোক ২৫ সেপ্টেম্বরই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে অবস্থান নিয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলনে সচেতন শিক্ষার্থী সংসদ, রাকসু ফর র‍্যাডিকাল চেঞ্জ, সর্বজনীন শিক্ষার্থী সংসদ ও ইউনাইটেড ফর রাইটস প্যানেলের প্রার্থীরা বলেন, শাটডাউনে শিক্ষার্থী–শিক্ষক মুখোমুখি অবস্থায় থাকায় কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সর্বজনীন শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী তাসিন খান বলেন, “আমরা রাকসু চাই, তবে সেটি হতে হবে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক। ছুটিতে ক্যাম্পাস ফাঁকা থাকলে সেটি ষড়যন্ত্রমূলক নির্বাচন হবে।”

অন্যদিকে বিকেলে ছাত্রদল ও ছাত্রশিবির পৃথক অবস্থান নেয়। ছাত্রদল চায় পূজার ছুটি ও শাটডাউনের পর নির্বাচন হোক। তাদের দাবি, এখন ভোটার নেই, ফলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। তবে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষিত নির্বাচন সময়মতো না হলে শিক্ষার্থীরা আরও হতাশ হবে। আমরা চাই ২৫ সেপ্টেম্বরই ভোট হোক।”

বিকেল থেকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে দুইপক্ষ অবস্থান নেয়। সন্ধ্যা গড়াতেই একপক্ষ স্লোগান দেয়—“২৫ তারিখেই নির্বাচন চাই”, আরেকপক্ষ স্লোগান তোলে—“প্রহসনের নির্বাচন মানি না, মানব না।” এ সময় ভেতরে চলছিল নির্বাচন কমিশনের সভা। সেখানে শাটডাউনের মধ্যে ভোট আয়োজনের যৌক্তিকতা নিয়ে আলোচনা হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব পরিষ্কার জানিয়ে দিয়েছেন—চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, প্রশাসন শুধু সেই সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তিনি বলেন, “আমরা বদ্ধপরিকর একটি সুন্দর ও সুষ্ঠু রাকসু করতে। এখানে কমিশন সম্পূর্ণ স্বাধীন।”

অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজও বিভক্ত। জামায়াতপন্থী শিক্ষক পরিষদের নেতারা নির্বাচন সহযোগিতার ঘোষণা দিলেও বিএনপিপন্থী জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জানিয়েছে, তাদের শাটডাউন কর্মসূচি বহাল আছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth