১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

বেরোবিতে অর্থ কমিটির ৪২তম সভা অনুষ্ঠিত

1 week ago
90


নিজস্ব প্রতিবেদক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে অর্থ কমিটির ৪২তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় শুরুতে উপাচার্য সম্মানিত সকল সদস্যকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। পরে সভার সভাপতি উপাচার্য বিভিন্ন আলোচ্যসূচি উপস্থাপন করেন। দীর্ঘ আলোচনার পর অর্থ কমিটির পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহজামান, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলাম, বেরোবি দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. মোঃ ফখরুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি সিনিয়র সহকারী সচিব নাইমা খন্দকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বেরোবি প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন সরকার।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth