কাউনিয়ায় ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় আরকে মহাসড়কে ফেনসিডিলসহ মোর্শেদুল মমিন বাবু (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পালসার মটরসাইকেল জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে তাকে মাদক নিয়ন্ত্রণ আইনের ধারার মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় থানা পুলিশ।
গ্রেফতার মোর্শেদুল মমিন বাবু কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার ফকিরটারী গ্রামের মকবুল হোসেনের ছেলে।
মাদক সহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।
তিনি জানান, সোমবার রাতে উপজেলার হলদীবাড়ী রেলগেট এলাকায় তাঁর দিক নিদের্শনায় এসআই সাহেনুর আলম সরকারসহ একদল পুলিশ মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করেন। রাত সোয়া ১১ টার দিকে রেলগেট এলাকায় আরকে মহাসড়কে রংপুরগামী মোর্শেদুল মমিন বাবুকে মোটরসাইকেলসহ আটক করে পুলিশ। এসময় তার মটরসাইকেল তল্লাশী করে সীটের নিচ থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত ১৫০ সিসি পালসার মোটর সাইকেলটি।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, এ ব্যাপারে বুধবার পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনের ধারার মোর্শেদুল মমিন বাবুকে আসামী করে মামলা দায়ের করেছে।