১২ আশ্বিন, ১৪৩২ - ২৭ সেপ্টেম্বর, ২০২৫ - 27 September, 2025

সদ্যপুস্কুরীনি ইউনিয়ন বিএনপির উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সফল প্রস্তুতি সভা

2 hours ago
15


পাগলাপীর (রংপুর) প্রতিনিধিঃ

রংপুর সদর রংপুর সদর উপজেলার, সদ্যপুস্কুরীনি ইউনিয়ন বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসব ২০২৫ সফলভাবে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রংপুর সদর উপজেলার পালিচড়া কাচা বাজারে উপজেলা বিএনপির নব নির্বাচিতদের সংবর্ধনা ও শারদীয় দূর্গাপূজা উৎসব লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদ্যপুস্কুরীনি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ মাসুদ রানা। প্রধান বক্তা ছিলেন রংপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন  সিনিয়র সহ-সভাপতি মোঃ নবাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক জুয়ল রানা এবং সাংগঠনিক সম্পাদক মতিকুর রহমান প্রামাণিক সহ স্থানীয় নেতাবৃন্দ। পরে সদ্যপুস্কুরীনি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে রংপুর সদর উপজেলা বিএনপির নব নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করেন। সভা পরিচালনা করেন সদ্যপুস্কুরিনী ইউনিয়ন বিএনপির যুগ্নু সাধারণ সম্পাদক জনাব আবেদ আলী ও সদর উপজেলা যুবদলের সদস্য সচিব  হাবিবুর রহমান শ্রাবণ। সভায় বক্তব্য রাখেন  সদ্যপুস্কুরীনি  ইউনিয়ন বিএনপি'র  নেতৃবৃন্দ। প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ মাসুদ রানা বলেন, উপজেলা বিএনপির সার্বক্ষণিকভাবে পুজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করবে এবং কেউ যেন হঠাৎ করে অশান্তি সৃষ্টি করতে না পারে, সেজন্য আনসার সদস্য, গ্রাম পুলিশ ও সদর থানা পুলিশ সহ নেজেদের কেউ পাহারা থাকতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth