১২ আশ্বিন, ১৪৩২ - ২৭ সেপ্টেম্বর, ২০২৫ - 27 September, 2025

কাল মহাষষ্ঠী-দুর্গাপূজা শুরু

2 hours ago
57


নির্মল রায়:

মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে কাল রবিবার (২৮ সেপ্টেম্বর)  হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে পাঁচদিনব্যাপী এ উৎসব।

আজ মন্দিরে মন্দিরে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভের মধ্য দিয়ে শুরু হবে মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। এ সময় ঢাক-ঢোলের বাজনা, কাঁসা, শঙ্খের আওয়াজ এবং ভক্তদের উলুধ্বনিতে দেবী দুর্গাকে অশুভশক্তির বিনাশে পৃথিবীতে স্বাগত জানানো হয়। সন্ধ্যায় হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।

দুর্গা শব্দের অর্থ হব্যূহ বা আবদ্ধ স্থান। যা কিছু দুঃখ কষ্ট মানুষকে আবদ্ধ করে, যেমন বাধাবিঘ্ন, ভয়, দুঃখ, শোক, জ্বালা, যন্ত্রনা এসব থেকে দেবী ভক্তদের রক্ষা করেন। শাস্ত্রকাররা দুর্গা নামের অন্য একটি অর্থ করেছেন। দুঃখের দ্বারা যাকে লাভ করা যায় তিনিই দুর্গা। দেবী দুঃখ দিয়ে মানুষের সহ্যক্ষমতা পরীক্ষা করেন। তখন মানুষ অস্থির না হয়ে তাকে ডাকলেই তিনি তার কষ্ট দূর করেন।

অন্যদিকে সনাতন ধর্মমতে, দেবী দুর্গা পরমা প্রকৃতি ও সৃষ্টির আদি কারণ। সংস্কৃত দুর্গা শব্দের অর্থ যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন। দুর্গা হিন্দু দেবী পার্বতীর এক উগ্র রূপ। তাকে আদ্যাশক্তির রণরঙ্গিনী এক মহাদেবীর রূপ বলে মান্য করা হয়।

হিন্দু পূরাণ মতে, দুর্গাপূজার সঠিক সময় হলো বসন্তকাল। কিন্তু বিপাকে পড়ে রামচন্দ্র, রাজা সুরথ এবং বৈশ্য সমাধি বসন্তকাল পর্যন্ত অপেক্ষা না করে শরতেই দেবীকে অসময়ে জাগ্রত করে পূজা করেছিলেন। সেই থেকে অকাল বোধন হওয়া সত্ত্বেও শরৎকালে দুর্গাপূজা প্রচলিত হয়ে যায়।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, এবার দেবী দুর্গার আসার বাহন হবে গজে (হাতি), যা শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। আর বিদায় হবে দোলায় (পালকি), যা অশুভ লক্ষণ হিসেবে পরিচিত।

দুর্গতিনাশিনী দেবী দুর্গার পূজা আনন্দমুখর করে তুলতে মণ্ডপে মণ্ডপে বর্ণাঢ্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন বইছে উৎসবের আমেজ। ঢাক-ঢোল, কাঁসা ও শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মণ্ডপ।

এবারে রংপুর জেলা ও মহানগর মিলিয়ে ৯১২টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা  হবে। এর মধ্যে নগরীর ৩৩টি ওয়ার্ডে ১৫৪টি মন্ডপ, এবং জেলার ৮ উপজেলায় ৭৪১টি মন্ডপে পূজা আয়োজন করা হয়েছে।

উপজেলাগুলো হল—কোতয়ালী ৯১, গঙ্গাচড়া ৯৬, তারাগঞ্জ ৬১, বদরগঞ্জ ১০৬, মিঠাপুকুর ১৩৯, পীরগঞ্জ ৮৯, পীরগাছা ৮৭ ও কাউনিয়া ৭২টি। এছাড়া বদরগঞ্জ পৌরসভায় ১০টি এবং পীরগঞ্জ পৌরসভায় ৭টি মন্ডপে পূজা হবে।

শারদীয় দূর্গাপূজা উৎসব কমিটি, রংপুর জেলা ও মহানগরের আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায় বলেন, এবার রংপুর জেলার ৯১২টি মণ্ডপে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। শান্তিপূর্ণভাবে উৎসব পালনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সব ধর্মালম্বীর সহযোগিতা চাই। আশা করি উৎসব নির্বিঘ্নে উদযাপিত হবে।

রংপুর জেলা পুলিশ সুপার মো. আবু সাইম বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা শুরুর আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। আশা করি উৎসব মুখর পরিবেশে উদযাপিত হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth