১২ আশ্বিন, ১৪৩২ - ২৭ সেপ্টেম্বর, ২০২৫ - 27 September, 2025

দূর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি, পূজা মন্ডপে টহল

2 hours ago
13


হিলি প্রতিনিধি:  
সনাতন ধর্মাবলম্মীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও পূজামন্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সীমান্ত এলাকায় বিশেষ টহল চালানো হচ্ছে। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে তারা। এবার দিনাজপুরের হিলিতে ১৯টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। 

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ মাহমুদ জানান, বিজিবি সবসময় জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ। দেশের জনগণ যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারে সেই লক্ষ্যে বিজিবি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। কারন দূর্গাপূজা চলাকালীন অনেক মাদক ব্যবসায়ী এই সুযোগে ভারত থেকে মাদক পাচার করে থাকে। সেই লক্ষে বিজিবি সর্বদা সজাগ রয়েছে বলেও জানান তিনি। 


 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth