১২ আশ্বিন, ১৪৩২ - ২৭ সেপ্টেম্বর, ২০২৫ - 27 September, 2025

সভাপতি খাইরুল ইসলাম এবং সম্পাদক আব্দুল কাদের

2 hours ago
14


বীরগঞ্জ উপজেলা রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

বীরগঞ্জ (দিনাজপুর)  প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ২০২৫ সালের ত্রি-বার্ষিক ভোট গ্রহণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন খাইরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন আব্দুল কাদের।

শুক্রবার বীরগঞ্জ ফাযিল মাদরাসায় অনুষ্ঠিত নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ করা হয়। সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। এ সময় বিভিন্ন প্রার্থী ও তাদের সমর্থকদের ব্যাপক উপস্থিতি ছিল। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ মোট ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মোঃ মেহেদী হাসান, সহকারী কমিশনার রাজু আহম্মেদ ও মফিজুল ইসলাম  নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।

এতে সভাপতি পদে মোবাইল প্রতীক নিয়ে খাইরুল ইসলাম, সহ সভাপতি পদে মোটর সাইকেল প্রতীক মোঃ বজলুর রশিদ, সাধারণ সম্পাদক পদে বটগাছ প্রতীক আব্দুল কাদের, সহ সাধারন সম্পাদক তালাচাবি প্রতীক এজিমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হরিকেন প্রতীক নিয়ে মোঃ তোজাম্মেল, ক্যাশিয়ার হরিণ প্রতীক নিয়ে লবাব ইসলাম, দপÍর সম্পাদক তহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সড়ক স¤পাদক মোঃ বাবুল হোসেন, ক্রিয়া সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ও সদস্য পদে দুলাল দেবনাথ  নির্বাচিত হন।

ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা সকল শ্রমিকদের পাশে থেকে তাদের অধিকার ও কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অন্যদিকে পরাজিত প্রার্থীরাও নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে শ্রমিক ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth