১২ আশ্বিন, ১৪৩২ - ২৭ সেপ্টেম্বর, ২০২৫ - 27 September, 2025

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারীতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

2 hours ago
20


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সহ ৫ দফা দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহর প্রদক্ষিন করে থানা মোড় চারমাথা এসে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল হোসেন সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন্নবী প্রধান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা জামায়েতের সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজুর সঞ্চালনায় উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল বারী,সহকারী সেক্রেটারী মাওলানা মশিউর রহমান,শাখাহার ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাহাঙ্গীর কবিরসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসহযোগী সংগঠনের উপজেলা,পৌর ও  ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth