গোবিন্দগঞ্জের ফুলপুকুরিয়ায় পাওয়ার ট্রলির ধাক্কায় বাক প্রতিবন্দ্বি কিশোরী নিহত

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফুলপুকুরিয়ায় পাওয়ার ট্রলির ধাক্কায় লাকি খাতুন নামের এক বাক প্রতিবন্দ্বি কিশোরী নিহত হয়েছে। শনিবার বেলা ২টার দিকে উপজেলার ফুলপুকুরিয়ার কাদুনি পুকুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। লাকি উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া কাদুনি পুকুর গ্রামের আবু নুসার কন্যা। স্থানীয়রা জানান রাস্তা পারাপারের সময় একটি ইট বোঝই পাওয়ার ট্রলি তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা পাওয়ার ট্রলিটি আটক করেছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।