১২ আশ্বিন, ১৪৩২ - ২৭ সেপ্টেম্বর, ২০২৫ - 27 September, 2025

রংপুরে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫

2 hours ago
13


খবর বিজ্ঞপ্তির:

একটাই লক্ষ্য,হতে হবে দক্ষ এই প্রতিপাদ্য নিয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যে রংপুরে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গনে "এসেট স্কিল কম্পিটিশন ২০২৫' এর অংশ হিসেবে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন

 অনুষ্ঠিত হয়। এসময় ১০ টি স্টলে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত কারিগরি দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা প্রদর্শন করে।

এসময় রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সচিবালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব জনাব মিজ ফাতেমা জাহান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) প্রকৌশলী মোঃ রেজাউল হক।

এবিষয়ে রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন মন্ডল জানান, আমার কাছে মনে হয়েছে এধরণের আরো ইনোভেশন হওয়া দরকার। এখানে যারা ভালো করবে তারা আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতা হবে। আঞ্চলিক পর্যায়ে যারা ভালো করবে তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। এই ইনোভেশন এর মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে ছাত্র ও শিক্ষকদের মধ্যে  উদ্যোক্তা তৈরি হবে। শিক্ষার্থীদের কাছে ব্যাপক সাড়া পেয়েছি। আমরা পরিকল্পনা করেছি প্রতিবছর দুইবার করে এধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth