২৭ আশ্বিন, ১৪৩২ - ১২ অক্টোবর, ২০২৫ - 12 October, 2025

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

3 hours ago
18


ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফুলছড়ি নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।

ফুলছড়ি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) গোলাম মাওলা বলেন, স্থানীয়রা ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি বলেন, নারীর হাতের শাখা (চুরি) থাকার কারণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হিন্দু সম্প্রদায়ের সদস্য। তার বয়স আনুমানিক ৪২ বছর হতে পারে।

ওসি গোলাম মাওলা আরও বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে মারা গিয়ে নদীর স্রোতে ভেসে আসতে পারে মরদেহটি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth