ঘোড়াঘাটের ইসলামী মহাসম্মেলন আল্লামা মামুনুল হক

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট বিরামিপুর গুচ্ছ মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ ইসলামী মহাসম্মেল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টবর) সন্ধ্যা সারে ৭ টায় । সমাবেশের সভাপতিত্ব করেন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মামুনুল হক তিনি বলেন “পৃথিবীর পরাশক্তি ও তাদের এজেন্টরা বাংলাদেশের স্বার্থকে প্রায়ই বিদেশী স্বার্থের সামনে বঞ্চিত করেছে। ভারতের, রাশিয়া বা আমেরিকার স্বার্থের আগে বাংলাদেশের স্বার্থ বারবার জলাঞ্জলি দেয়া হয়েছে। নতুন বাংলাদেশে আর কোনো বিদেশী বা মিউলার রাজনীতি চলবে না। ইসলামই দেশের চূড়ান্ত নীতি হবে এবং সকলের জন্য সমান সুযোগ ও নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করবে।”আইন চলবে আল্লাহর, শাসন চলবে আল্লাহর বান্দার। নতুন বাংলাদেশে ৭২-এর বাকশালী ব্যবস্থা চলতে দেওয়া হবে না। এসময় বয়ান পেশ করেন আল্লামা ওবায়দুল্লাহ হামজা (চট্টগ্রাম), মুফতি রেজাউল করীম আবরার (ঢাকা), আল্লামা কাজী ফজলুল করীম এবং আল্লামা মুফতি আব্দুল্লাহ নজিরসহ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম। উপস্থতি ছিলেন মুফতি মনোয়ার হোসেন, আলহাজ্ব হাফেজ তৈয়ব খন্দকার এবং মাওলানা এহসানুল হক। উপজেলা নির্বাহী অফিসার মো.রফিকুল ইসলাম, ৩নং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, ৩নং সিংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সারোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া,সিনিয়র সহ-সভাপতি মো.মাহবুবুর রহমান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু প্রমুখ। বক্তারা ইসলামের শান্তি, মানবকল্যাণ ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা বলেন, সমাজে ধর্মীয় চেতনা জাগ্রত করলেই মানবতা ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব। অনুষ্ঠানের শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্যের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়। বিভিন্ন উপজেলা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে মহাসম্মেলন প্রাঙ্গণ পরিণত হয় মিলনমেলায়। এ মহাসম্মেলনের আয়োজন করে ঘোড়াঘাট উপজেলা উলামা পরিষদ