২৭ আশ্বিন, ১৪৩২ - ১২ অক্টোবর, ২০২৫ - 12 October, 2025

সড়কের মাঝে বেরসিক বিদ্যুতের খুঁটি, ঝুঁকি নিয়ে চলাচল

2 hours ago
18


হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর ভবনের সামনে সড়কের মাঝখানে বেরসিক বিদ্যুতের একটি খুঁটি যানবাহন চলাচলে মারাত্বভাবে বাধার সৃষ্টি করে আসছে। দীর্ঘদিন থেকে পৌর প্রশাসকের গাড়িসহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছেন। অথচ প্রশাসন দেখেও না দেখার ভান করছেন। সে কারণে স্থানীয়রা খুঁটিকে বেরসিক বিদ্যুতের খুঁটি দাবি করেছেন! 

স্থানীয় ব্যবসায়ী ইলিয়াস ফকির বলেন, আজ থেকে ৫ বছর আগে পৌর ভবনের সামনের এই সড়কের পাশে পানির ড্রেন বা নালা ছিল না। গত দুই বছর আগে সড়কের পূর্ব পাশে ড্রেন নির্মাণ হয়েছে। সে কারনে প্রায় সাড়ে ৩ ফুট সড়কটি কমে গেছে। যার কারনে সড়কের পশ্চিম পাশে থাকা বিদ্যুতের খুঁটিটি এখন সড়কের মাঝখানে চলে এসেছে। এ কারনে রিকসা, ভ্যান, ব্যাটারি চালিত আটোবাইক, মাইক্রোবাস, পিক-আপ, ট্র্যাক চলাচল অত্যন্ত ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। খুঁটিটি সরানো জরুরী হয়ে পরেছে।

সুন্দরগঞ্জ ডি রাইটার সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মো. মশিউর রহমান বলেন, সড়কের মাঝখানে খুঁটিটি থাকার কারনে যে কোন ধরনের যানবাহন সাধারনভাবে চলতে পারছে না। একসঙ্গে মুখোমুখি অবস্থায় গাড়ি চলাচল মারাত্বকভাবে হুমকির কারণ হয়ে দাড়িয়েছে। প্রতিনিয়ত বিষয়টি প্রশাসনের নজরে আসলেও আজ কোন ব্যবস্থা নেয়া হয়নি।

ব্যাটারি চালিত অটোবাইক চালক হাসু মিয়া বলেন, ওই স্থানে একটি ট্র্যাক ঢুকলে, সেটি পার না হওয়া পর্যন্ত, অন্য গাড়ি পার হতে পারছে না। বেশি জ্যাম হলে দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকতে হয়। খুঁটিটি সরানো সকলের সময়ের দাবি।

পৌরসভার সহকারি প্রকৌশলী মো. আবুল বাশার বলেন, সড়ক হতে বিদ্যুতের খুঁটি সরানো জন্য পৌর প্রশাসক পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করতে বলেছেন। আজ-কালের মধ্যে আবেদন করা হবে। তারপর বিদ্যুৎ অফিসের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

 উপজেলা নিবার্হী অফিসার  ও পৌর প্রশাসক রাজ কুমার বিশ্বাস বলেন, খুঁটি সরানোর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আশা করছি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যোগাযোগ করে দ্রত সরানোর ব্যবস্থা করা হবে।

উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বিদ্যুতের খুটি সরানোর জন্য বিধি মোতাবেক সংশ্লিষ্ট দপ্তরকে আবেদন করতে হবে। তদন্ত করে দেখানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে। পৌরসভা এখন পর্যন্ত  আবেদন করেনি। আবেদন করলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth