গোবিন্দগঞ্জে সার্ভেয়ার কল্যান সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সার্ভেয়ার (আমিন) কল্যান সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ৫ম বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন আবু তাহের মন্ডল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদুল ইসলাম শেখ রাশেদ।
শনিবার গোবিন্দগঞ্জ মহিলা (ডিগ্রী) কলেজের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মধ্যে ৭টি পদে ভোট অনুষ্ঠিত হয়। বাকী ১২টি পদের প্রার্থীরা সিলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। যে ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হলো সেগুলো হচ্ছে- সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ২টি, সহ-সাধারণ সম্পাদক ২টি এবং সাংগঠনিক সম্পাদক ১টি।
সভাপতি পদে ১শ’৫২ ভোট পেয়ে টানা ৫ম বারের মতো নির্বাচিত হয়েছেন আবু তাহের মন্ডল- তার নিকটতম প্রতিদন্দ্বি এস.এম হারেজ পেয়েছেন মাত্র ৪ ভোট, সাধারণ সম্পাদক পদে ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাশেদুল ইসলাম শেখ রাশেদ- তার নিকটতম প্রতিদন্দ্বি রেজাউল করিম চৌধুরী রাজা পেয়েছেন ৪৮ ভোট, সহ-সভাপতির দু’টি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আজিজার রহমান (প্রাপ্ত ভোট ৮৭) এবং মেহের আলী (প্রাপ্ত ভোট ৮৫)। তাদের নিকটতম প্রতিদন্দ্বি আব্দুল কদ্দুস পেয়েছেন ৭৯ ভোট। সহ-সাধারণ সম্পাদকের দু’টি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আব্দুল মান্নান আকন্দ (প্রাপ্ত ভোট ১শ’১৪) এবং জিন্নাতুল ইসলাম (প্রাপ্ত ভোট ৭২)। তাদের নিকটতম প্রতিদন্দ্বি মাহাফুজার রহমান পেয়েছেন ৪৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মতিন সরকার ময়েন ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদন্দ্বি জুলফিকার আলী সরকার বেলজিয়াম পেয়েছেন ৭৫ ভোট।
উপজেলা সার্ভেয়ার (আমিন) কল্যান সমিতির এ ত্রি-বার্ষিক নির্বাচনে সমিতির মোট ২শ’ ৩৯জন ভোটারের মধ্যে ১শ’ ৬৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাঘাটা উপজেলা সার্ভেয়ার (আমিন) কল্যান সমিতির সভাপতি মাহাফুজার রহমান এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে সার্ভেয়ার আব্দুল আজিজ, আব্দুল কাদের এবং আব্দুল হামিদ।
এদিকে, ৫ম বারের মতো গোবিন্দগঞ্জ উপজেলা সার্ভেয়ার (আমিন) কল্যান সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় আবু তাহের মন্ডলসহ কমিটির নির্বাচিত সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন গোবিন্দগঞ্জের বিভিন্ন সংগঠন।