২ কার্তিক, ১৪৩২ - ১৭ অক্টোবর, ২০২৫ - 17 October, 2025

নাগেশ্বরীতে তিন কলেজের কেউ পাশ করেনি

16 hours ago
20


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

নাগেশ্বরীতে তিন কলেজের কোন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় পাশ করেনি। কলেজগুলো হল কুটি পয়রাডাঙ্গা স্কুল এন্ড কলেজ, সমাজ কল্যাণ মহিলা কলেজ ও ছিলাখানা মডেল কলেজ। এখনো এমপিওভুক্ত হয়নি এ প্রতিষ্টান তিনটি। বিষয়টি নিশ্চিৎ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

জানা যায়, পৌর এলাকায় গত ২০১৩ সালে স্থাপিত কুটি পয়রাডাঙ্গা স্কুল এন্ড কলেজ থেকে  এবারে প্রথমবারের মত ০৩ জন, ২০০৩ সালে স্থাপিত সমাজ কল্যাণ মহিলা কলেজ থেকে ০১ জন ও ২০০০ সালে সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলায় স্থাপিত ছিলাখানা মডেল কলেজ থেকে ০৬ জন পরীক্ষার্থী এবারে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। ১৬ অক্টোবর এর ফলাফল প্রকাশিত হয়। দেখা যায় এতে ঐ শিক্ষা প্রতিষ্টান থেকে অংশ নেয়া শিক্ষার্থীরা কেউই পাশ করতে পারেনি।

এ বিষয়ে কুটি পয়রাডাঙ্গা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল হক বলেন, নতুন প্রতিষ্ঠান তাই এমনটা।

ছিলাখানা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, গত বছরেও এ প্রতিষ্ঠানের রেজাল্ট ভাল ছিল। ১৩ জন পরীক্ষা দেয় ৭ জন পাশ করে। এবারে যে ০৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় তারা ফরম পুরণ করতেই চায়নি। বাড়ী থেকে ডেকে এনে তাদের ফরম ফিলাপ করানো হয়েছিল।

সমাজকল্যাণ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম বলেন, দীর্ঘদিনেও প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় অনেক শিক্ষক প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছেন। তাই এমনটা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম জানান, তদন্ত করে সংশ্লিস্ট দপ্তরে প্রতিবেদন পাঠানো হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth