২৩ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৭ ডিসেম্বর, ২০২৫ - 07 December, 2025

রাকসুতে শিবিরের প্রার্থীকে হারিয়ে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী তোফা

1 month ago
191


রাবি সংবাদদাতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ইতিহাস গড়েছেন তোফায়েল আহমেদ তোফা। ১২টি প্যানেলের প্রার্থীদের হারিয়ে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয় ছিনিয়ে এনেছেন তিনি। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে জয়ী হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই তোফা।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে তোফা পেয়েছেন ৬,৭৮০ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থী হাসান হাওলাদার পেয়েছেন ৬,৭৬৩ ভোট। মাত্র ২৭ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় ছিনিয়ে নিয়ে রাকসু ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, তোফায়েল আহমেদ তোফা রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের বর্তমান সহ-সভাপতি। তিনি চট্টগ্রামের সন্তান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথেও যুক্ত।

এ বিষয়ে জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রার্থীদের বেছে নিয়েছেন। গ্রহণযোগ্যতা থাকলে প্যানেলের থেকেও প্রার্থীদের হারিয়েও বিজয়ী হওয়া যায়, যার বড় উদাহরণ আমি। প্রথমেই শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি, তাদের ভোটেই আজ আমি নির্বাচিত। শিক্ষার্থীদের সমন্বয়ে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth