৪ কার্তিক, ১৪৩২ - ১৯ অক্টোবর, ২০২৫ - 19 October, 2025

ডোমারে ওসির অপসারণের দাবীতে সাংবাদিকদের কলম বিরতি

22 hours ago
38


মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:  

নীলফামারীর ডোমার থানার ঘুসখোর ও দূর্নীতিবাজ ওসি আরিফুল ইসলামের অপসারণের দাবিতে কলম বিরতি পালন করেছে উপজেলার সাংবাদিকবৃন্দ।

শনিবার ১৮ই অক্টোবর ডোমার বাজারস্ত শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন চত্তরে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কলম বিরতি পালন করা হয়।

দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আবু ফাত্তাহ কামাল পাখির সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন দৈনিক যুগের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুব, চিলাহাটি প্রেসক্লাবের সহ-সভাপতি এ আই পলাশ, দৈনিক খবরপত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি আনিছুর রহমান মানিক, মুভিবাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি আবরার হোসেন আলভি প্রমুখ।

দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু ফাত্তাহ কামাল পাখি বলেন, আমরা পুলিশের বিরুদ্ধে নই, এই মাদক ব্যবসায়ীর প্রতি সহানুভূতিশীল ওসির বিরুদ্ধে। আমরা যে কোন মূল্যে ডোমারকে মাদকমুক্ত রাখবো।

উল্লেখ্য যে, মাদকের বিরুদ্ধে দৈনিক যুগের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল প্রতিবাদ করায় ওসি আরিফুল ইসলাম তাকে হুমকি প্রদান করেন। একারণে এলাকাবাসী ওসির বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে, এতেও ওসি আরিফুল ইসলামকে প্রত্যাহার না করায় আজ শনিবার সাংবাদিকরা কলম বিরতি পালন করেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth