৪ কার্তিক, ১৪৩২ - ১৯ অক্টোবর, ২০২৫ - 19 October, 2025

দীপশিখায় প্রতিবন্ধীদের চিকিৎসা পূনর্বাসন স্ক্রিনিং ক্যাম্প

23 hours ago
13


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

দিনাজপুরের বিরলে প্রতিবন্ধীদের চিকিৎসায় ঐতিহ্যবাহী বেসরকারী সংস্থা দীপশিখা ১৪টি পূনর্বাসন স্ক্রিনিং ক্যাম্প এর আয়োজন করেছে।

শনিবার লিলিয়ান ফন্ডসের অর্থ সহায়তায় সেন্টার ফর ডিসএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের আওতায় ও দীপশিখার বাস্তবায়নে বেশ কয়েক সপ্তাহ ব্যাপি ১৪টি  ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রায় ৬ শতাধিক প্রতিবন্ধী শিশু ও যুবক যুবতীদের এই পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্প শুরু হয়। চলমান এই পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্পের আওয়াতায় থাকছে বিনামূল্যে চিকিৎসা, ফিজিওথেরাপিসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কনসালটেন্ট ও ফিজিওথেরাপিষ্ট মোঃ নাসিম হোসেন এই পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্পগুলো পরিচালনা করছেন।

প্রকল্পটির সিবিআর অফিসার শিমু খাতুন জানান, গ্রামীন জনগোষ্ঠীর মানুষগুলোর প্রতিবন্ধীতার ধরণ সঠিকভাবে চিহ্নিত করতে না পারায়  চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও ফলপ্রসূ হয় না।  অনেক ক্ষেত্রে অভিভাবকদের অজ্ঞতার কারণে শিশুরা যথাসময়ে সঠিক চিকিৎসা পায় না। তাই প্রাথমিক পর্যায় থেকেই অভিভাবকদের সচেতন করতে প্রকল্পটির মাধ্যমে চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে প্রতিবন্ধকতা দূর করতে চেষ্টা করা হচ্ছে। চলমান এই পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্পে সার্বিক তত্বাবধান করছেন প্রকল্পটির ফোকাল পার্সন ও দীপশিখার আঞ্চলিক ব্যবস্থাপক ধনঞ্জয় দেব নাথ, কো অর্ডিনেটর শিমু খাতুন, সিবিআর অফিসার মোঃ ওয়াসিম আলীসহ সংশ্লিষ্ট অনেকে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth