প্রয়াত আনিছুর রহমান লাকু'র স্মরণে পৌর বিএনপির দোয়া মাহফিল

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জ রংপুর জেলা বিএনপির সদস্য সচিব প্রয়াত আনিছুর রহমান লাকু'র আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বদরগঞ্জ পৌর বিএনপির সভাপতি কমল লোহানী'র নির্দেশনায় পৌরসভার নয়টি ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ এ দোয়া মাহফিলের আয়োজন করেন।
জানা যায়, আনিছুর রহমান লাকু ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য বিএনপির রংপুর জেলা সম্মেলনে দলের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণ জানাতে ঢাকায় গিয়েছিলেন। সেখানে সাংগঠনিক কাজ শেষে রংপুরে ফেরার পথে (৮ অক্টোবর) বগুড়ার শেরপুরে হৃদরোগে আক্রান্ত হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকার্ত মানুষের ঢল আর শোকাবহ পরিবেশে ওই দিন বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নুরপুর ছোট কবরস্থানে তার দাফন কার্য সম্পূর্ণ করা হয়।